মোঃ শাকিল আহমেদ, বামনা( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বামনা উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ, ২০২৫) বাদ যোহর উপজেলা আইএবি কার্যালয়ে আলহাজ্ব আব্দুস সোবহান খান, সাবেক সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বামনা উপজেলা এর সভাপতিত্বে এবং মাওলানা মোহাম্মদ ফজলুল হক, সাবেক সাধারণত সম্পাদক, বামনা উপজেলা শাখা এর সঞ্চালনায় উপজেলা শাখার সম্মেলনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মিজানুর রহমান কাসেমী, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশে, বরগুনা জেলা শাখা। সভায় বিশেষ অতিথি আরেও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরগুনা জেলা শাখার মাওলানা জালাল উদ্দিন কারিমী, সিনি.সহসভাপতি, বরগুনা জেলা শাখা, মাওলানা মুহাম্মাদ আব্দুস শাকুর, সাধারণ সম্পাদক, বরগুনা জেলা শাখা, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, বরগুনা জেলা, মুফতি রেজাউল করিম রেজা, অর্থ বিষয়ক সম্পাদক, বরগুনা জেলা শাখাসহ জাতীয় শিক্ষক ফোরাম, বরগুনা জেলা শাখার সভাপতি, অধ্যক্ষ গেলাম কবির মোহাম্মদ আবু ইউছুফসহ ইসলামী আন্দোলন বামনা উপজেলার শাখার বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহণের মধ্যে দিয়ে বামনা উপজেলা শাখার সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হন আলহাজ্ব আব্দুস সোবহান খান, ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন জনাব ইসমাইল হোসেন জিহাদী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বামনা উপজেলা। ২০২৫-২০২৬ সেশনের ৩৫ সদস্যদের কমিটির দায়িত্বশীলদের শপথ পাঠ করিয়ে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করা হয়।