বামনার সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে ইউএনও’র মতবিনিময়

আরো পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

মোঃ শাকিল আহমেদ
বরগুনা জেলার বামনায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।

বামনা উপজেলা নির্বাহী অফিসার নিকহাত আরার সভাপতিত্বে এ মতবিনিময় সভার আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী কমিশনার ভূমি মাইনুল ইসলাম খান, ওসি হারুন অর রশিদ হাওলাদার, নৌবাহিনীর বামনা কন্টিজেন্ট অফিসার লে: ফাহিম ফয়সাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এনায়েত কবির হাওলাদার, জামায়াতে ইসলামী বামনা উপজেলার আমির হাফেজ মাওলানা সাইদুর রহমান ও সেক্রেটারি জেনারেল সাইফুল্লাহ মানসুর, বামনা প্রেস ক্লাব সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মোল্লা, বামনা সরকারি ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক আরিফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সেলিম সরদার, উপজেলা বন কর্মকর্তা সাইদুর রহমান মানিক, উপজেলা কলেজ ছাত্রদলের আহবায়ক সুজন মিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ও ছাত্র নেতারা।

আলোচনা সভায় সবাই উপজেলার বিভিন্ন উন্নয়ন, অসমাপ্ত গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন, সরকারি অফিসসমূহে সেবার মান উন্নীতকরণ, মাদক নির্মূলসহ বামনা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.