
মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় সড়ক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী ও ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট পরিচালিত হয়েছে।
আজ সোমবার, ৪ আগস্ট ২০২৫, বিকাল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার সোনাখালী বাজার সংলগ্ন এলাকায় এই চেকপোস্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট মোঃ হানিন আল তুরাবী (ই), বিএন (পিন নম্বর-৩৬২০)। তার নেতৃত্বে ১৮ সদস্যের একটি যৌথ দল অভিযানে অংশ নেয়।
চেকপোস্ট চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়। মোট ৪০টি মোটরসাইকেলের কাগজপত্র, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬টি মোটরসাইকেলে হেলমেট ও প্রয়োজনীয় নথিপত্র না থাকায় মোট ৬,০০০ টাকা জরিমানা করা হয় এবং ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়।