বামনায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সহায়তায় প্রদান

আইন-অপরাধ আরো খুলনা পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মোঃ শাকিল আহমেদ, বামনা(বরগুনা) প্রতিনিধিঃ

আর্ত- মানবতার সেবায়,
বাংলাদেশ নৌবাহিনী।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা -২০২৫ উপলক্ষে, বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সহায়তা প্রদান।

আজ ২৮ জুলাই (সোমবার) কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট নৌ কন্টিনজেন্টসমূহের ব্যবস্থাপনায় বরগুনার বামনা উপজেলার আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে নৌবাহিনীর অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে বামনা উপজেলার স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলাকা হতে আগত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। উক্ত চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও চিকিৎসা প্রদান করা হয়।

চিকিৎসাসেবা গ্রহণকারীদের মাঝে যথেষ্ট সন্তুষ্টি ও স্বস্তি পরিলক্ষিত হয়। সেবা প্রার্থীরা নৌবাহিনীর এই মহৎ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চিকিৎসা সেবা নিতে আসা রুগীরা বলেন, মোরা গ্রামে থাকি, টাহার অভাবে ডাক্তার দেখাতে পারিনা, বাজারে ফার্মেসী দিয়ে ঔষধ কিনে খাই, এখানে ডাক্তার পাই না। মোরা চিৎকিসার সেবা থেকে বঞ্চিত, তাই নৌবাহিনীর এই সেবা পেয়ে মোগো গরিব মানুষের উপকার হইছে।

বাংলাদেশ নৌবাহিনী তাদের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ইতিপূর্বেও নৌবাহিনী দুর্গম উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলে দূর্যোগকালীন সময়ে প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও অসহায় মানুষদের চিকিৎসা সেবা প্রদান করেছে এবং ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। চিকিৎসা সেবা প্রদান করেন সার্জন লেঃ কমান্ডার মোঃ মোসাদ্দেকুল ইসলাম।

প্রত্যন্ত অঞ্চলে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুশি এখানকার সেবা প্রার্থীরা। এমন উদ্যোগের প্রশংসা করার পাশাপাশি কার্যক্রম অব্যহত রাখার দাবী জানান সাধারণ মানুষ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *