
মো: শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ
জুলাই গণআন্দোলনের এক বছর পূর্তিতে আজ ৫ই আগস্ট বরগুনার বামনায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলসমূহের পক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। জুলাই বিপ্লবে শহীদ মো: ইসাহাক জমাদ্দারের এর কবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সকাল ১০:৩০ মিনিটে উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের নেতৃত্বে দলীয় অঙ্গ সংগঠন ও ছাত্র-জনতার অংশগ্রহণে এক বার্নাঢ্য রেলির আয়োজন করা হয়। এ সময় “বিজয় রেলী” লেখা সম্বলিত কাপড়ের স্টিকার মাথায় বেধে ছাত্র- জনতার বিজয় মিছিলে মুখরিত হয় বামনার রাজপথ। এরপর আরও একটি বিজয় মিছিল করে ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ। বিকেলে বাংলাদেশ জামায়াতী ইসলাম এর পক্ষে বিজয় মিছিলের আয়োজন করা হয়। মিছিল শেষে জুলাই আন্দোলনে শহীদদের জন্য দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
এদিকে সকাল ১০:০০ টায় বামনা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই বিপ্লবে শহীদ মো: ইসাহাক জমাদ্দার এর কবরে ফুলদিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান (অতি:দা:), অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ, প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া সহ আরও অনেকে।