বামনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে

আরো খুলনা পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

মোঃ শাকিল আহমেদ বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা সমাজসেবায়’ প্রতিপাদ্যে আজ ০৩ জানুয়ারী ২৬ শনিবার সকালে র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: পলাশ আহমেদ। সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুল হাসিব এর সঞ্চালনায় সভায় বক্তব্য বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুলাহ আল মামুন, বামনা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি নাসির মোল্লা, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মতিন আকন, বামনা প্রেসক্লাবেন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মোল্লা প্রমূখ।

বক্তারা বলেন, দরিদ্র ও অসহায়দের সহযোগিতা-সামাজিক নিরাপত্তা প্রদানে নানা কর্মকান্ড পরিচালনা করে থাকে সমাজসেবা অদিধদপ্তর। কোনো অনিয়ম যেন সংঘটিত না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। আলোচনা শেষে সুবিধাভোগীদের মধ্যে চেক হস্তান্তর করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *