
মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের পশ্চিম বলইবুনিয়া থেকে গলা কেটে হত্যা করা এক অটোরিকশা ড্রাইভারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৯ টার সময় এ লাশ উদ্ধার করেন পুলিশ।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বামনা থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ হাওলাদার।
তিনি সাংবাদিকদের জানান, আজ বৃহস্পতিবার রাত অনুমান ৮টার দিকে ৩ নম্বর রামনা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পিশ্চম বলইবুনিয়া, সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে মো: আজিজ (২৮) বাবা ফারুক সিকদার গ্রাম বড় তালেশ্বর ৭ নম্বর ওয়ার্ড। ১ নম্বর বুকাবুনিয়া ইউনিয়নের একজন অটো ড্রাইভার আজ রাত সাড়ে ৭টার দিকে পশ্চিম বলইবুনিয়া পাকা রাস্তার মাথায় থেকে যাত্রী নিয়ে আসার পথে পশ্চিম বুলইবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের ঈদগাহ মাঠের রাস্তার পশ্চিম পাশে অটোর ড্রাইভারকে অটোতে থাকা অজ্ঞাতনামা ৩/৪ জন যাত্রী ড্রাইভারকে গলার ডান ও বাম পাশে ধারালো চাকু দিয়ে জবাই করে রাস্তার পাশে ডোভার ভেতর ফেলে দিয়ে অটো নিয়ে জয়নগরের বাজার দিয়ে অজ্ঞাত স্থানে চলে যায়। তখন রাস্তা দিয়ে যাওয়ার পথে মো: বাদল, বাবা ইনতাজ উদ্দিন শব্দ পেয়ে রাস্তায় রক্ত দেখতে পেয়ে ডাক চিৎকার করলে পাশের দোকানের লোকজন এসে ডোবার ভেতর ভিকটিমকে দেখতে পেয়ে তখন বামনা থানায় ফোন করলে থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ হাওলাদারসহ তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ হাওলাদার বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে।
ঘটনার সাত ঘণ্টার মধ্যে বরগুনার বামনা থানা পুলিশ অভিযান চালিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুই ঘাতককে গ্রেপ্তার সক্ষম হয়। তারা হলেন পশ্চিম বলইবুনিয়া গ্রামের সগির হাওলাদারের ছেলে সাইফুল (২৫) ও ইউনুচ আলীর ছেলে হৃদয় (২৩)। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার জানান, “ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।