কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধ
কুমিল্লার মনোহরগঞ্জে আওয়ামী লীগের বাধার মুখে প্রশাসনের অনুমতি না পেয়ে পণ্ড হয়ে যাওয়ার ৪৬ মাস পর হেফাজত নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হকের সেই ওয়াজ মাহফিল অবশেষে অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৫ ডিসেম্বর উপজেলার খিলা ইউনিয়নের দারুল উলূম বান্দুয়াইন মাদ্রাসার মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ২০২১ সালে ফেব্রুয়ারী মাসে দারুল উলূম বান্দুয়াইন মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসার মাঠে হেফাজত নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হকের ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল। সেই সময় পোস্টারিংসহ প্রচারণা চালানো হয়েছিল; কিন্তু প্রথমে সেই জলসার অনুমতি পেলেও আওয়ামী লীগের বাধার মুখে পড়ে প্রশাসন পরে সেই অনুমতি বাতিল করে। এরপর হেফাজত নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হকের ওই ওয়াজ মাহফিল পণ্ড হয়ে যায়।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর পরিবেশ অনুকূলে এলে পণ্ড হওয়া সেই মাহফিলের উদ্যোগ নেওয়া হয়। দারুল উলূম বান্দুয়াইন মাদ্রাসার ২৪ তম বার্ষিক উপলক্ষে গত বুধবার বান্দুয়াইন ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ও প্রধান বক্তৃতা হিসেবে বক্তব্য রাখবেন হেফাজত নেতা মাওলানা মুহাম্মদ মামুনুল হক।অবশেষে ওই দিন রাতে একঘন্টা প্রিয় বক্তার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ায় স্বস্তি পেয়েছেন স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম নর-নারীরা। এর আগে মাহফিলের খবরে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে অনুষ্ঠানস্থলে মানুষের ঢল নামতে থাকে। রাত ৯ টায় তিনি বয়ান পেশ করে রাত ১০ টায় শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই তিনি মাহফিল শেষ করেছেন।
দারুল উলূম বান্দুয়াইন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি দিলাওয়াত হোসাইনের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন মধুপুর পীর মাওলানা আবদুল হামীদ, টঙ্গী জামিয়া নুরিয়া মাওলানা নযীর আহমেদ।এ-সময় উপস্থিত ছিলেন এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা।
এম.এ মান্নান
লাকসাম মনোহরগঞ্জ
কুমিল্লা।
০১৭১৬০৫০৭০২