বানারীপাড়া রেইন ক্রিকেট টুর্নামেন্টের সিজন – ১ ফাইনাল খেলা অনুষ্ঠিত

খেলা পরিবেশ বরিশাল বিনোদন সারাদেশ
শেয়ার করুন...

কে এম সফিকুল আলম জুয়েল, বানারীপাড়া থেকেঃ বরিশালের বানারীপাড়ায় রেইন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে মঙ্গলবার বিকেলে বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনিস্টিউশন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা বিজয়ী হয় মেসবাউল হক একাদশ দল ও রানার্স আপ হয় সাকিব এলিভেন দল।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা। তিনি বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন
বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক কে এম শফিকুল আলম জুয়েল, বানারীপাড়া ফ্রিডম ফ্যালকন টিমের কো – চেয়ারম্যান জহিরুল সৌরভ ।
উক্ত খেলাটি সার্বিক পরিচালনায় ছিলেন বানারীপাড়ার কৃতি খেলোয়াড় বরিশাল জেলা টিমের খেলোয়াড় চৌধুরী জসিমউদদীন
সকল খেলার আম্পায়ারের দায়িত্ব পালন করেন মেহেদী হাসান, মাহমুদুল হাসান, শাহদাৎ হোসেন, সাব্বির, রাব্বি সরদার, স্কোরার সাগর।
উক্ত খেলার সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন সাব্বির, রাকিব, সুইট, শাওন, সুজন, রানা, সাব্বির।
খেলাটির ম্যান অফ দ্যা সিরিজ কবির আহসান সোহান। সেরা ব্যাটসম্যান তরিকুল ইসলাম মুন্না ও সেরা বোলার কবির আহসান সোহান।
এ রকম খেলাধুলা আয়োজনের মাধ্যমে শারিরীক সুস্থতা ও মাদক থেকে দুরে রাখতে সহায়তা করবেন বলে মনে করেন এলাকার সচেতন অভিভাবক। একই দিন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা রেইন ক্রিকেট টুর্নামেন্টের সিজন 2 এর উদ্বোধন করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *