বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত দুই শিক্ষানুরাগী সদস্যের মতবিনিময়

আরো পরিবেশ বরিশাল শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত দুই শিক্ষানুরাগী সদস্য পৌর বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার (৩০ অক্টোবার) দুপুর ১২টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও বানারীপাড়া ডিগ্রী কলেজের গর্ভনিংবডির সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ মৃধা। এসময় তিনি বিদ্যালয়ের কল্যাণ তহবিলে ৫০হাজার ও নবনির্বাচিত দুই শিক্ষানুরাগী সদস্য হাবিবুর রহমান জুয়েল ও আঃসালাম ৫০হাজার টাকা অনুদানের ঘোষনা দেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকছুদা আক্তারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট তারিকুল ইসলামের সঞ্চালনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, জেনারেল ও ভোকেশনাল শাখার সকল শিক্ষক- কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান অতিথি ও নবনির্বাচিত দুই সদস্যকে উষ্ণ শুভেচ্ছা -অভিনন্দন জানানো হয়। এর আগে বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ডা. অন্তরা হালদারের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত সভায় হাবিবুর রহমান জুয়েল ও আ.সালাম বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হন। এদিকে পৌর বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল ও সিনিয়র যুগ্ম আহবায়ক আ.সালাম বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি নেতা-কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাদের উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.