বানারীপাড়ায় ২২৮ তম ঐতিহ্যবাহী সূর্যমণি মেলা শুরু

আরো বরিশাল বিনোদন সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া (বরিশাল)
বরিশালের বানারীপাড়ায় সূর্যদেবের পুজাকে কেন্দ্র করে ২২৮তম ঐতিহ্যবাহী সূর্যমণির মেলা শুরু হয়েছে। গতকাল সকালে মেলার মাঠের মন্দিরে সূর্র্যদেবের পুজার মধ্য দিয়ে পর্দা উঠলো আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ সূর্যমণি মেলার। উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা খবির উদ্দিন মোল্লার বিশাল ভূমিতে সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর মাঘ মাসের মাঘী পূর্ণিমার শুক্লা তিথিতে মাস ব্যাপী এ মেলার আয়োজন করে থাকেন। মেলায় রয়েছে দি রয়েল বেঙ্গল লক্ষণ দাস সার্কাস,যাত্রাপালা,পুতুল নাচ,লাকি কুপন,নাগরদোলা প্রভৃতি। এছাড়াও বাহারী মিষ্টি, ফল, মজাদার চটপটি,ফুসকা, চানাচুর,হালিম, মনখুশি, খাবার হোটেল-রেস্টুরেন্ট,কসমেটিকস,বাঁশ,বেত,কাঠ,মাটির তৈজসপত্র ও কামার শিল্প, ফার্নিচার ও স্টীলের তৈরি বিভিন্ন সাংসারিক প্রয়োজনীয় মালপত্রের কযেকশত দোকান।
প্রসঙ্গত, মেলা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। পুলিশ ও আনসার সদস্য ছাড়াও মেলার সার্বিক নিরাপত্তার জন্য মেলা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক রয়েছে ।
পুজারি কৃষ্ণ কান্ত ভট্টাচার্জ জানান, মেলার মন্দিরের কষ্টি পাথরের মূর্তিটি চুরি হবার পরে অন্য দামী পাথর দিয়ে সূর্যাকৃতির মূর্তি তৈরি করে পুজা-অর্চনা করা হয় । এদিকে মেলাকে কেন্দ্র করে বানারীপাড়াসহ এর পাশর্^বর্তী বেশ কয়েকটি উপজেলা এবং জেলার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দপিনা বিরাজ করছে। প্রাণের ্এ মেলায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত শিশু-বৃদ্ধ সহ নানা বয়সের হাজার হাজার নারী পুরুষের মিলন মেলায় রূপ নেয়। ###

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.