রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশাল-বানারীপাড়া সড়কের গুয়াচিত্রা বাজারের অদূরে সিএনজি দূর্ঘটনায় চালক নিহত ও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিকাল ৪টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, বরিশাল শহর থেকে ৫ জন যাত্রী নিয়ে বানারীপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসা সিএনজি সড়কের গুয়াচিত্রা বাজারের অদূরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেইন্ট্রি গাছের সঙ্গে ধাক্কা লেগে ধুমরে মুজরে যায়। এতে চালকসহ যাত্রীরা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পরে চালক হায়দার সেখানে মারা যায়। আহত ৫ যাত্রী হলেন হাসান মাহমুদ, আরাফাত,নাহিয়ান,গোলাম সরোয়ার ও রেজোয়ান। তারা ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে আইটি সেক্টরে কর্মরত । বরিশালে একটি প্রজেক্ট দেখতে এসে বানারীপাড়ায় ঘুরতে যাওয়ার পথে তারা দূর্ঘটনার শিকার হন।
পুলিশ দূর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহত চালক হায়দার (২৫) বরিশাল নগরীর জিয়া সড়ক এলাকার বাসিন্দা।
বানারীপাড়া থানার ওসি মাইনুল ইসলাম জানান. দূর্ঘটনাস্থল ঝালকাঠি থানা এলাকায় হওয়ায় এ ব্যপারে সেখানকার থানা
পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। ইতোমধ্যে ঝালকাঠি থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে।