বানারীপাড়ায় সাবেক শিক্ষক গিয়াস উদ্দিন খানের ইন্তেকাল

আরো বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় মাহ্মুদিয়া আলিম মাদরাসার সাবেক সহকারি শিক্ষক গিয়াস উদ্দিন খান ( ৭৪) রোববার ( ১১ ফেব্রুয়ারী) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে স্ট্রোক জনিত কারনে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম গিয়াস উদ্দিন খান ব-বর্গীয় সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকার কমলাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মো. রিয়াজ উদ্দিন খানের ( রিয়াজ মেহমুদ) বাবা। সোমবার (১২ ফেব্রুয়ারী) বাদ জোহর বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের কেন্দ্রীয় এ রব ঈদ গাঁহ মাঠে জানাজা শেষে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। এ সময় বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ গোলাম ফারুক,সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মাস্টার সিদ্দিকুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আক্তার হোসেন মোল্লা,বানারীপাড়া মাহমুদিয়া আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আলী হোসাইন খান, সাবেক উপাধ্যক্ষ মাওলানা আঃ জলিল,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু. মুন্তাকিম লস্কর কায়েসসহ শিক্ষক, সাংবাদিক, সুধীজন ও এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
এদিকে তার মৃত্যুতে বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.