বানারীপাড়ায় সমাজসেবায় অবদান রাখায় আনিছুর রহমান মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত

আরো পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

বানারীপাড়া সংবাদদাতাঃ বরিশালের বানারীপাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও প্রেসক্লাবের সহ-সভাপতি আনিছুর রহমান মিলন সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড এ ভূষিত হয়েছেন ।

আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন এর উদ্যোগে ২৮ মে শনিবার বিকাল ৩ টায় ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত মহীয়সী নারী ‘মাদার তেরেসা কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভায় তাকে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড -২০২২ প্রদান করা হয়। অনুষ্ঠানে আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এস. এম মজিবুর রহমান।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড.কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী সাদেক সিদ্দিকী, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড.মোহাম্মদ জাকারিয়া, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, ডেপুটি ডিরেক্টর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ্যাডিশন্যাল এসপি কবি নুরুল ইসলাম বিপিএম।

প্রসঙ্গত, বরিশালের সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মিরার এপিএস, বানারীপাড়া উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মৃতি পরিষদের সভাপতি, বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি এবং “আমরা মাদকের বিরোধী শক্তি ” সংগঠনের বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ আনিছুর রহমান মিলন এর পূর্বেও বেশকিছু সম্মাননা অ্যাওয়ার্ড অর্জন করেছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *