বানারীপাড়ায় শীর্ষ মাদক কারবারি শাকিল গ্রেফতার

আইন-অপরাধ আরো পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক কারবারি শাকিলকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারী) রাতে থানা পুলিশের উপ-পরিদর্শক মো: রুবেল হোসেনের নেতৃত্বে উপজেলার মহিষাপোতা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বানারীপাড়াসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। শনিবার (১১ জানুয়ারী) সকালে তাকে বরিশাল জেলহাজতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো: মোস্তফা জানান, জিঙ্গাসাবাদে শাকিল মাদক সিন্ডিকেটের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। বানারীপাড়া থানায় ৪টি মামলায় জামিনে থাকায় তাকে অপর একটি মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত,একসময় শাকিল বানারীপাড়ার অপর শীর্ষ মাদক কারবারি ল্যাংটা সোহেলের প্রধান সহযোগী ছিলেন। পরে দু’জনের মধ্যে ব্যবসা নিয়ে দ্বন্ধের জেরে নিজেই বিশাল সিন্ডিকেট গড়ে তুলে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.