বানারীপাড়ায় মাছের পোনা অবমুক্ত করলেন এমপি শাহে আলম

আরো পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় ২০২৩-২০২৪ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ এবং উন্নয়ন প্রকল্পের আওতায় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
২০ আগস্ট রবিবার বেলা ১১টায় পৌর শহরের ফেরীঘাট এলাকায় সন্ধ্যা নদীতে এ মাছের পোনা অবমুক্ত করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. ইয়াছিন,মৎস্য সদর দপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহেদ আল মাসুদ,বানারীপাড়া উপজেলা নিবার্হী অফিসার ফাতিমা আজরিন তন্বী,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা মৎস্য কর্মকর্তা মো.নাসির উদ্দিন প্রমুখ।
জানাগেছে, এ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন নদনদী,খাল-বিল,পুকুর ও জলাশয়ে বিপুল পরিমান মাছের পোনা পর্যায়ক্রমে অবমুক্ত করা হবে।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.