বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সম্পাদক ইরান মিয়ার ইন্তেকাল

আরো পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইরান মিয়া (৪৮) শুক্রবার (৩১ জানুয়ারী) দিবাগত রাত ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী ও দুই ছেলেসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম মো. ইরান মিয়া বানারীপাড়ার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া ও পৌরসভার সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর হামিদা বেগমের ছেলে। শনিবার (১ ফেব্রুয়ারী) বাদ মাগরিব বানারীপাড়া পৌর ভবন চত্বরে জানাজা শেষে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে তার মৃত্যুতে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জেলা ও উপজেলা শাখাসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.