রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি ॥
বরিশালের বানারীপাড়ায় বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো.আব্দুল লতিফ মিয়া ও আলহাজ¦ মো. আবু সালেহ্’র মৃত্যুতে নাগরিক শোকসভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও নাগরিক শোক সভা উদযাপন কমিটির সভাপতি আলহাজ¦ আবুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোকসভা ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. মনিরুল ইসলাম মনি,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক,স্বরূপকাঠি উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আ,হক,বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার,যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু ও অধ্যাপক আশরাফুল হাসান সুমন,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।
বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের প্রভাষক আ.ছবুরের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইলুহার ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান আ.রহিম ও এসএম কালাম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার আ.সালাম,মরহুম আলহাজ¦ মো. আবু সালেহ্র মেজ ছেলে ইলুহার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আমিনুল হক সোহেল,সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,নাগরিক শোকসভা উদযাপন কমিটির সদস্য সচিব মজিবর রহমান,মলুহার ওয়াজেদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া, মলুহার ওয়াজেদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাসুম বিল্লাহ্,বাকি বিল্লাহ প্রমুখ। শোক সভায় বক্তারা বলেন, মো.আব্দুল লতিফ মিয়া ও আলহাজ¦ মো. আবু সালেহ্ এলাকায় বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলে ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সুশিক্ষিত আদর্শ সমাজ গঠনে অপরিসীম অবদান রেখে গেছেন। তাঁরা তাদের সৎকর্মের মাধ্যমে অনন্তকাল ধরে মানুষের হৃদয়ে জাগারুক হয়ে থাকবেন। আলোচনা শেষে প্রয়াত বিশিষ্ট এ দু’সমাজসেবক ও শিক্ষানুরাগীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।