বানারীপাড়ায় বিদ্যুৎ অফিসের গাফেলতিতে ছেড়া তারে জড়িয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

আরো পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা গ্রামে বিদ্যুৎ স্পর্শে তপন গাইন (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে তেতলা গ্রামের অনিল গাইনের ছেলে। অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ অফিসের গাফেলতিতে এ দূর্ঘটনা। ২৪ মে বুধবার দুপুরে তপন গাইন বাড়ির পাশের খালে মাছ শিকারের চাই পাততে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পানিতে ডুবে যায়। বিকাল সাড়ে তিন টার দিকে প্রতিবেশী নির্মল গাইন নৌকায় ওই স্থানে গেলে তার বৈঠায় পানির তলদেশে তপনের অস্তিত্ব টের পান। এসময় তিনি ও বিদ্যুৎ অফিসের লাইনম্যানসহ স্থানীয়রা আগের দিন সন্ধ্যায় ঝড়ে পরে থাকা বিদ্যুতের ছেড়া তারে জড়ানো মৃত অবস্থায় তপনকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে বানারীপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, ২৩ মে সন্ধ্যায় কালবৈশাখীর ঝড়ে তেতলা গ্রামে গাইন বাড়ির পাশে খাল ও জমির পানিতে বিদ্যুতের তার ছিড়ে পরে থাকার বিষয়টি বার বার মুঠোফোনে জানালেও বিদ্যুৎ অফিস কোন পদক্ষেপ নেয়নি। ২৪ মে বিকালে পল্লী বিদ্যুত অফিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তবে এর পূর্বেই তপন গাইনের মর্মান্তিক মৃত্যু হয়। এ প্রসঙ্গে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২’র বানারীপাড়া জোনাল অফিসের এজিএম প্রকৌশলী মতিউর রহমান বলেন, ২৪ মে বুধবার সকালে ওই এলাকায় বিদ্যুৎ নেই এ খবর পেয়ে লাইনম্যানদের পাঠালে বিকালে তাদের উপস্থিতিতে তপন গাইনের মরদেহ পাওয়া যায়। শারিরীক অসুস্থতার কারনে তিনি ঘটনাস্থলে যেতে না পারায় পরে প্রকৌশলী আ. আলিমকে পাঠান বলেও জানান।
###


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *