বানারীপাড়ায় বন্দর মডেল স্কুলে তিনদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরো পরিবেশ বরিশাল বিনোদন শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনদিন ব্যাপি ৫৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ডা.অন্তরা হালদার,বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,থানার ওসি মো. মাইনুল ইসলাম,সাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশারেফ হোসেন প্রমুখ। জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় এছাড়াও অতিথি ছিলেন ইউএনওর স্বামী ডিজিএমই বিশ^বিদ্যালয়ের আইটি বিভাগের প্রধান সিদ্ধার্থ সুন্দর মন্ডল,বাংলাদেশ প্রতিদিনের সহকারি সম্পাদক সোহেল সানির সহধর্মীনি নুপুর নাহার,থানার উপ-পরিদর্শক আল-মামুন,বানারীপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা এস.মিজানুল ইসলাম,নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া,বানারীপাড়া স্পোটিং ক্লাবের সভাপতি রুহুল আমিন শুভ,বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ও পৌর কাউন্সিলর ফিরোজ আলম,আজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি জাহিদ হোসেন ফারুক,প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন ও মামুন আহম্মেদ,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক হাসানাত হোসেন,বসুন্ধরা শুভ সংঘের যুগ্ম সম্পাদক হাসান আহম্মেদ সোহাগ প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.