রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় স্পোটিং ক্লাব আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর শুক্রবার বিকালে বানারীপাড়া হাই স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। বানারীপাড়া স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রুহুল আমিন শুভ’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম মোস্তফা সরদার,যুগ্ম সম্পাদক সুব্রত লাল কুন্ডু,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সরদার,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,বানারীপাড়া থানার সাবেক ওসি ও বর্তমানে বরিশাল কোর্ট ইন্সপেক্টর জিয়াউল আহসান, বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মমিন উদ্দিন,উপজেলার ইলুহার ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন। হারুনুর রশিদ,বিপ্লব সরদার ও সুবল দাসের সঞ্চালনায় এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আনিছুর রহমান মিলন,এমপি শাহে আলমের এপিএম জসিম উদ্দিন,উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক কামরুল হাসান সেলিম, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আবুল বাশার বাদশা,সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোল্লা, বানারীপাড়া স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন,প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী খেলায় বানারীপাড়ার সলিয়াবাকপুর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্মৃতি সংসদ একাদশ ১-০ গোলে উজিরপুরের গুঠিয়া মডেল ইউনিয়ন একাদশকে হারিয়ে বিজয়ী হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি শফিকুল ইসলাম শফিক খেলা পরিচালনা করেন। ###