রাহাদ সুমন,
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,উপজেলা মানবাধিকার কমিশন ও এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা এটিএম মোস্তফা সরদারের (৬২) কুলখানী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৩ মার্চ) পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসভবনে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মিলাদ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। এতে রাজনীতিক,সাংবাদিক,শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।প্রসঙ্গত, শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মরহুম এটিএম মোস্তফা সরদার বানারীপাড়া উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ এবং বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়েরও সাবেক সভাপতি এছাড়াও তিনি বিডিএস’র সাবেক এরিয়া ম্যানেজারসহ বানারীপাড়ার ঐতিহ্যবাহী নবীণ সংঘ,পাবলিক লাইব্রেরী,উজ্জীবন শিশু স্বাস্থ্য কেন্দ্র,ইয়াতিম খানা,হাই কেয়ার স্কুল ও নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বের অগ্রভাগে ছিলেন। মুত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম এটিএম মোস্তফা সরদার বানারীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও স্বরূপকাঠির ফজিলা রহমান মহিলা কলেজের অধ্যাপক ইয়াসমিন রেজা নির্মলার স্বামী,পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন সরদার ও মো. জাহিদ হোসেন সরদারের বড় ভাই এবং সেনাবাহিনীর মেজর রিয়াদ হোসেন সাব্বিরের শ্বশুর। শনিবার (১ মার্চ) সকাল ৯টায় বানারীপাড়া হাই স্কুল মাঠে জানাজা শেষে তার মরদেহ উপজেলার বেতাল গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
