রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। ৭ জানুয়ারী রোববার রাত ৮টার দিকে তিনি বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এলে দলের নেতা-কর্মীরা তার গলায় ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছায় সিক্ত ও অভিনন্দিত করে মিষ্টিমুখ করান। এসময় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম মনি,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাকেও ফুলের মালা পড়িয়ে সিক্ত করা হয়। দলের উল্লসিত নেতা-কর্মীরা এসময় একে অপরকে মিষ্টিমুখ করিয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করে নেন। নবনির্বাচিত সংসদ সদস্য রাশেদ খান মেনন এসময় বলেন,দেশী-বিদেশী ষড়যন্ত্র ও চক্রান্তের বিরুদ্ধে জনরায়ের এ বিজয় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের প্রতিটি নেতা-কর্মীসহ বানারীপাড়া এবং উজিরপুরবাসীকে উৎসর্গ করলাম। এদিকে ৮ জানুয়ারী সোমবার সকালে রাশেদ খান মেনন উজিরপুরে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে আগৈলঝাড়ার সেরালস্থ বাসভবনে গিয়ে বঙ্গবন্ধুর ভাগ্নে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এসময় বানারীপাড়া ও উজিরপুর উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। প্রসঙ্গত,বরিশাল-২ আসনে নৌকা প্রতীকে রাশেদ খান মেনন ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়ে ৬ষ্ঠ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেরে বাংলার দৌহিত্র স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক রাজু ঈগল প্রতীকে ৩১ হাজার ৩৯৭ ভোট পেয়েছেন। দু’জনের ভোটের ব্যবধান ৯০ হাজার ৭৭৮ ভোট।