বানারীপাড়ায় নামাজরত নারীর গলায় ছুরি ধরে স্বর্নালঙ্কার ও টাকাা লুট

আইন-অপরাধ আরো পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় মাগরিবের নামাজরত তহমিনা বেগম (৫০) নামের এক নারীর গলায় ছুরি ধরে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গরদ্দার গ্রামের আ.সত্তার মোল্লার বসত ঘরে এ ডাকাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় মুখোশপড়া তিন ডাকাত বসত ঘরে (টিনসেড বিল্ডিং) ঢুকে আ.সত্তার মোল্লার স্ত্রী তহমিনা বেগমকে মাগরিবের নামাজরত অবস্থায় গলায় ছুরি ও মুখ চেপে ধরে জবাই করে হত্যার ভয় দেখিয়ে কাঠের বাক্সে থাকা সাড়ে ৩ ভরি স্বর্নলংকার ও নগদ তিনলক্ষ টাকা লুট করে নিয়ে যায়। ওই সময় গৃহকর্তা আ.সত্তার মোল্লা বাড়ির পাশের মসজিদে মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলেন। তিনি বাসায় ফিরে ঘরের মেঝেতে স্ত্রীকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তহমিনা বেগমের জ্ঞান ফিরলে তিনি তার গলায় ছুড়ি ধরে ডাকাতির ভয়ার্ত ঘটনা বর্ননা করেন। ছুরির আঘাতে গৃহকর্তী ওই নারীর গলায় ক্ষত দাগেরও সুষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে “ডাকাত” আতংক বিরাজ করছে। খবর পেয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান। এ বিষয়ে তিনি বলেন, ঘটনার সময় ওই বসত বিল্ডিংয়ের অপর একটি রুমে ওই নারীর ৬জন শিশু-কিশোর নাতি-নাতনি ছিল। অথচ ডাকাতির ঘটনা তারা টের পেলোনা। তবে ওই নারীর চোখে-মুখে আতঙ্কের ছাপ পরিলক্ষিত হয়েছে। বিষয়টি নিয়ে ধু¤্রজালের সৃষ্টি হওয়ায় তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.