দূর্বার

বানারীপাড়ায় কবি জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার পেলেন ছড়াকার কবি ও সাংবাদিক প্রভাষক মামুন আহমেদ

বিনোদন শিক্ষা সাহিত্য সারাদেশ সাহিত্য
শেয়ার করুন...

নাহিদ সরদার, বানারীপাড়া থেকেঃ
“কবি জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার” পেলেন বরিশালের বানারীপাড়া প্রেস ক্লাবের সহ সভাপতি ছড়াকার, কবি ও সাংবাদিক প্রভাষক মামুন আহমেদ।
বরিশালে পিরোজপুরের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন ” কৃষ্ণচূড়া কবি সাহিত্যিক বলয়”র ১৮ বছর পূর্তিতে আয়োজিত কবি মিলনমেলায় সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে “কবি জীবনানন্দ দাশ সাহিত্য পুরস্কার”-এ ভূষিত করা হয়। শনিবার (২১ মে) সকাল ১১টায় বরিশাল শহরের সদর রোডস্থ অার্যলক্ষী ভবনের তৃতীয় তলায় কীর্তনখোলা মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও সংগঠক মাসুম আহমেদ রানার সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও পরিবেশ বিজ্ঞানী ড. জাহাঙ্গীর আলম রুস্তম, প্রধান আলোচক ছিলেন সাংবাদিক, সংগঠক ও বাংলা একাডেমির আজীবন সদস্য বিশিষ্ট কবি আতিক হেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বিশিষ্ট কবি ও সংগঠক নজমুল হোসেন আকাশ, বঙ্গবন্ধু লেখক পরিষদের (চাষী-পাটোয়ারী) সাধারণ সম্পাদক ও কবি অ্যাডভোকেট চাষী আব্দুল হক, কবি, গল্পকার ও গীতিকার মনজু খন্দকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রবন্ধকার মোয়াজ্জেম হোসেন মানিক প্রমুখ।
সংবাদপাঠক ও আবৃত্তিশিল্পী তীর্থরাজ রাজ্জাকের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন ঢাকার কবি সৈয়দ তৌফিক কামাল, কবি ইকবাল আহম্মেদ, আব্দুর রহমান, বরিশালের কবি বিধান চন্দ্র রায় ও প্রভাষক মামুন আহমেদ, কবি মাসুম বিল্লাহ, কবি মুহা. সামসুদ্দিন, পিরোজপুরের কবি মাসুম আহমেদ রানা, কবি ও নাট্যকার পলাশ কুমার বড়াল, কবি ও অভিনয় শিল্পী মৃণাল কান্তি চক্রবর্তী, কবি জয়শ্রী বিশ্বাস, কবি দীনেশ চন্দ্র মণ্ডল, ধীরেন হালদার ও জয়নাল আবেদীন খান, ঝালকাঠির কবি ও সংগঠক আল আমীন বাকলাই, কবি মাহমুদা বেগম ও কবি ও সংগঠক রবীন্দ্রনাথ মণ্ডল, কিশোরগঞ্জের কবি শওকত হোসাইন রায়হান, দিনাজপুরের কবি আব্দুল হাকিম মোল্লা, কবি ও সংগঠক মেহেনাজ পারভীন, বাগেরহাটের কবি ও সহকারী অধ্যাপক ভীষ্মদেব মণ্ডল, বান্দরবানের কবি ও সংগঠক মিজানুর রহমান পাটোয়ারী, শেরপুরের কবি শামসুল হক শামীম প্রমুখ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.