বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় সদর ইউনিয়নের গাভা গ্রামে আদালতের আদেশ অমান্য করে বিরোধীয় সম্পত্তিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে,বানারীপাড়া সদর ইউনিয়নের গাভা গ্রামের দুই সহোদর কালাম ও সেলিমের সঙ্গে প্রতিবেশী মোস্তফা হাওলাদারদের দীর্ঘ দিন ধরে ২৬.৬৬ শতক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে সম্প্রতি সেলিম হাওলাদার বাদী হয়ে বরিশাল বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক বিরোধপূর্ণ ওই সম্পত্তিতে ১৪৪ ও ১৪৫ ধারা বজায় রাখার জন্য বানারীপাড়া থানার ওসিকে নির্দেশ দেন। আদালতের ওই নির্দেশের আলোকে থানার ওসি ২৩ জানুয়ারী দুই পক্ষকে ১৮ এপ্রিল পর্যন্ত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ জারি করেন। কিন্তু আদালত ও থানা পুলিশের এ আদেশ অমান্য করে মোস্তফা হাওলাদার বিরোধীয় সম্পত্তিতে পাকা বসত বিল্ডিং নির্মাণ কাজ অব্যাহত রাখেন। এ অভিযোগ পেয়ে ৫ ফেব্রুয়ারী সোমবার থানার এস আই মাসুদ রানা একাধিকবার গিয়ে মোস্তফা হাওলাদারকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যš নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বলেন। সেলিম হাওলাদার অভিযোগ করেন, ওই পুলিশ কর্মকর্তা চলে যাওয়ার পরে মোস্তফা হাওলাদার আবারও কাজ শুরু করেন । তারা থানায় জানালে পুলিশ আসার পরে কিছু সময় কাজ বন্ধ রেখে চলে যাওয়ার পরে আবারও নির্মাণ কাজ শুরু করা হয়। তারা বাধা দিলে গালাগাল ও খুন জখমের হুমকি দেওয়া হয়। এদিকে এ নিয়ে দুই পক্ষ যেকোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ব্যপারে মোস্তফা হাওলাদার গং ওই সম্পত্তি তাদের বলে দাবি করেন। এ বিষয়ে থানার এস আই মাসুদ রানা জানান, মোস্তফা গং আদালতের আদেশ অমান্য করায় মামলার বাদী সেলিম হাওলাদারকে আদালতে ১৮৮ ধারায় অভিযোগ করতে বলা হয়েছে।