মোঃ শাকিল আহমেদ , বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বরগুনার বামনা’র স্বনামধন্য বিদ্যাপীঠ হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি, ২০২৫) সকাল ৯টায় পূজা আরম্ভ হয়। এ সময় কলেজের সকল শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারীবৃন্দের উপস্থিত ছিলো প্রাণবন্ত। কলেজের শিক্ষানুরাগী অধ্যক্ষ মো: সফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় এবং পূজা উদযাপন কমিটির আহবায়ক ছিলেন উপাধ্যক্ষ মিলন কৃষ্ণ হালদার এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শ্যামল পান্ডে ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক বাবুল গোমস্তা। এ ছাড়া পূজাকে সুন্দর, শোভিত করতে সহযোগিতায় ছিলেন প্রভাষক সমীর সমদ্দার, প্রভাষিকা লিপি রয়, প্রভাষক লিটন কুমার ঢালী, গ্রন্থনাগার শিক্ষিকা বনানী মিত্রসহ আরও অনেকে।
ঢাক-ঢোল-কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ। শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর বন্দনা করা হয়। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর আরাধনা করেন।
সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এজন্য তাকে বীণাপানিও বলা হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী তার আশীর্বাদের মাধ্যমে মানুষের চেতনাকে উদ্দীপ্ত করতে প্রতি বছর আবির্ভূত হন ভক্তদের মাঝে। শিক্ষার্থীরাই এই পূজায় মনোযোগী হয়। শুরুতে প্রতিমা স্থাপন, পূজা আরম্ভ, পুষ্পাঞ্জলী প্রদান এবং সবশেষে প্রসাদ বিতরণ করা হয়।