বাঘারপাড়ায় টেকসই সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন

আরো কৃষি পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

সাঈদ ইবনে হানিফ ঃ
যশোরের বাঘারপাড়ায় ২০২৩/২৪ অর্থ বছরের টেকসই সম্প্রসারণ প্রকল্পের আওতায়, উত্তম কৃষি ব্যাবস্থাপনার মাধ্যমে, উচ্চ মূল্যের ঔষধী ফসল উৎপাদন বিষয়ক কৃষকদের ৩ দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে । কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে , গত ২৪শে মার্চ সকাল ৯ টা থেকে শুরু হয়ে বাঘারপাড়া অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এই কৃষক / কৃষাণীদের প্রশিক্ষণ ২৭ শে মার্চ বিকেলে শেষ হয়। ৩ দিনের এই প্রশিক্ষণে কৃষকদের মধ্যে উচ্চ মূল্যের বিভিন্ন ফসল সহ ঔষধী ফসলের গুনাগুন নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার মোছাম্মত, – সৈয়দা নাছরিন জাহান — কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তরুণ কুমার রায়, উপসহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আবু দাউদ, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ করিম খান, মিল্ট৷ বাবু প্রমূখ ঃ এসময় কৃষি কর্মকর্তাগন বলেন, খাদ্য চাহিদা পূরণে আমাদের কৃষকদের ব্যাপক ভূমিকা রয়েছে । তারা বিভিন্ন সময়ে নানা জাতের ফসল উৎপাদনে সফলতা দেখিয়েছে । বানিজ্যিক ভাবে ও আমাদের কৃষক মহল উচ্চ মূল্যের ফসল উৎপাদন করে লাভবান হওয়ার পাশাপাশি অন্য কৃষকদের মধ্যে উৎসাহ যুগিয়েছেন। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে এখন নতুন মাত্রা যোগ হচ্ছে ঔষধী ফসল উৎপাদনের ক্ষেত্রে আমাদের কৃষকদের মধ্যে আগ্রহ যোগানো। কৃষি কর্মকর্তাগন বলেন, চাষাবাদে এখন থেকে বিভিন্ন জাতীয় ঔষধী ফসল উৎপাদন করে ও কৃষকগন লাভবান হতে পারে । তারা আরও বলেন, ঔষধী ফসল নিজেদের পরিবারের খাদ্যের চাহিদা পূরণ করে মানবদেহের রোগ প্রতিরোধে ভূমিকা রাখে, তাই ঔষধী ফসল কে উচ্চ মূল্যের ফসল হিসেবে বানিজ্যিক ভাবে ও এর উৎপাদন করা যেতে পারে ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.