বাঘারপাড়ার বাসুয়াড়ী ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরণ ” ভীড় সামলাতে হিমশিম খাচ্ছে গ্রাম পুলিশ “

আরো তথ্য প্রযুক্তি পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

সাঈদ ইবনে হানিফ : —
যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের নাগরিকদের ন্যশনাল আইডি কার্ড ( স্মার্ট কার্ড) বিতরণ করা হচ্ছে । গত সোমবার ১১ ই, মার্চ থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে সব কয়টি ওয়ার্ডে এই কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই হিসাবে গতকাল ১,২,৩, নং ওয়ার্ডে এবং ১২ ই, মার্চ ৪,৫,৬, নং ওয়ার্ডে বিতরণ করা হয় । সরেজমিনে দেখা গেছে, কার্ড নিতে আসা মানুষের নানা রকম দুর্ভোগ । একদিকে যেমন কয়েকটি ওয়ার্ডের মানুষ একই সময়ে উপস্থিত হওয়ার কারণে ভীড়ের বিড়ম্বনার শিকার, আবার সেই ভীড় সামলাতে রিতীমত হিমশিম খেতে হচ্ছে শৃঙ্খলার কাজে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের। অন্যদিকে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকা এবং অনলাইন ও ফিঙ্গার এর জন্য একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাওয়া ( বৃদ্ধ, মহিলা এবং অসুস্থ্য) ব্যাক্তিদের জন্য দূর্ভোগের বিষয় ও কষ্ট সাধ্য ব্যাপার বলে জানিয়েছেন কার্ড নিতে আসা অনেকে। এ বিষয়ে একজন ইউপি সদস্য বলেন, নাগরিকদের দুর্ভোগ কমাতে এবং তাদের স্মার্ট কার্ড পাওয়ার ক্ষেত্রে সকাল থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা করা হচ্ছে । তিনি বলেন, সেবাদানে লোক বলের কোন অভাব নেই । তবে কার্ড পাওয়ার আগে কিছু প্রক্রিয়া রয়েছে এজন্য কিছুটা সময়তো লাগবে । একই সাথে অনেক মানুষ উপস্থিত হওয়ায় কিছুটা ভীড় লক্ষ্য করা গেছে তবে তা বেশি সময় থাকবে না।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.