বাকরুদ্ধ

কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ বিনোদন শিক্ষা সাহিত্য সাহিত্য
শেয়ার করুন...

হাজী কাজী নজরুল ইসলামঃ

বাকরুদ্ধের চেযে শ্বাস রুদ্ধই ভালো
অনুভূতির প্রকাশ নাই।
মচকানোর চেয়ে ভাঙ্গাই অতিউত্তম
মনটারে বুঝাই।

কি বলিতে চাহি, কি কহিব কারে
কি চাহে এই মন।
কল্পনায় যপিয়া কাঁটাহেরী খ্যন্ত
চুপসে যাই তখন।

কি যাতনা বিষে কভু আসি বিষে
ধংশেইনি যাহারে।
দুনিয়া বাটিয়া বটিকা করে তারে
খাওয়াইলেও না শিখে।

অবোধ যাহারা বোধে আনা দূরহ
স্রষ্টা এমনও বানায়?
সার্থের দুনিয়ায় মাশাআল্লাহ এমন
ভরিয়াছে কানায় কানায়।

প্রাণের মরিচিকা পরাণে বসতির
দলিল করিয়াছে পাকা।
ভাবিয়া দেখিয়াছি, যাতনাই উত্তম
চলমান জীবনটাই ধাঁ ধাঁ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.