বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া শেরপুর পৌর কমিটি গঠন

আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়া শেরপুরে গতকাল রাত ৮ টায় ধুনট মোড়স্থ অফিস কার্যালয়ে এক সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর শেরপুর পৌর শাখার সভাপতি শফিকুল ইসলাম শিবলু ও শাহ আলমকে সেক্রেটারি করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম শফিক তার বক্তৃতায় বলেন শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার লক্ষেই শেরপুর পৌর কমিটি গঠন করা হলো আপনাদের জন্য। তিনি আরও বলেন শ্রমিকরা ন্যায় ও সততার পথে চলে তাই তাদেরকে সবসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সেবা দিতে বদ্ধপরিকর। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সেক্রেটারী আব্দুর রাজ্জাক, উপজেলা ট্রেড ইউনিয়নের সম্পাদক আবু রায়হান রবি। ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য গঠনকৃত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শেরপুর পৌর কমিটির সভাপতি শফিকুল ইসলাম শিবলু, সহসভাপতি আমিনুল হক ও মাসুদ রানা, সেক্রেটারী শাহ আলম, সহসেক্রেটারী জাহাঙ্গীর আলম ও শাহ আলম,অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর (ডায়নামা), সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান,দপ্তর সম্পাদক রাজু আহমেদ, প্রচার সম্পাদক শামীম হোসেন, যোগাযোগ সম্পাদক আনোয়ার হোসেন, সহকারী যোগাযোগ সম্পাদক আব্দুর রাজ্জাক, ধর্মীয় সম্পাদক আব্দুল মজিদসহ অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.