মুঃ মুস্তাকিম হুসাইন, বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও আইসিসির প্যানেল আম্পায়ার সদ্য হাস্যমুখ নাদির শাহ আজ শুক্রবার ভোররাত সাড়ে ৪ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। প্রায় ২ বছর ধরে ফুসফুসের ক্যান্সার নিয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি । এই নিয়ে কয়েক দফায় দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেন নাদির শাহ । গত ৫ দিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয় এবং ২ দিন আগে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় । সেখান থেকে তার আর ফেরা হলোনা । দীর্ঘ খেলোয়াড়ী জীবনে নাদির শাহ ঢাকা লিগে আবাহনী, মোহামেডান, বিমান, ব্রাদার্স ইউনিয়ন, সূর্যতরুণ, আজাদ বয়েজ, ধানমন্ডি ও কলাবাগান ক্লাবের হয়ে খেলেছেন। খেলোয়াড়ী জীবন শেষে তিনি আম্পায়ারিং শুরু করে একসময় হয়ে ওঠেন দেশের সেরা আম্পায়ার। ২০০৬ সালের মার্চে আইসিসি’র প্যানেল আম্পায়ার নিযুক্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ে অভিষেক হয় দেশ সেরা এই আম্পায়ারের । ৪০টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ তিনি পরিচালনা করেন মাঠে দাঁড়িয়ে। টিভি আম্পায়ার হিসেবে ৬ টেস্ট ও ২৩ ওয়ানডেতে পরিচালনা করেছেন তিনি। এছাড়াও ৭৩টি প্রথম শ্রেণির ম্যাচ ও ১২৭টি লিস্ট ‘এ’ ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। শেষবার নাদির শাহকে আম্পায়ার হিসেবে মাঠে দেখা গেছে ২০১৯ সালের অক্টোবরে, মিরপুরে জাতীয় লিগের ম্যাচে। তারপর ফুসফুসের ক্যান্সার ধরা পড়ে। বিভিন্ন সময়ে অসুস্থতার কারণে মাঠে আর সেভাবে দেখা যায়নি তাকে।