বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের তৃতীয় বর্ষপূর্তি ও কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

আরো পরিবেশ ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

ময়মনসিংহ প্রতিনিধিঃ “রক্তের বিন্দুতে মানবতার বন্ধন”—এই মূলমন্ত্রকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলন। বুধবার (২৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের ঐতিহ্যবাহী এডভোকেট তারেক জিয়া স্মৃতি অডিটোরিয়ামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রক্তদাতা, স্বেচ্ছাসেবক, সমাজসেবী ও বিশিষ্টজনদের অংশগ্রহণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা শফিকুল ইসলাম, মুদাররিস, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম মাদরাসা, মাসকান্দা, ময়মনসিংহ। প্রধান অতিথি ছিলেন মুফিদুল আলম, জেলা প্রশাসক, ময়মনসিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরুল ইসলাম, অফিসার্স ইনচার্জ (ওসি), কোতোয়ালী মডেল থানা এবং মুহাম্মদ বিন আব্দুর রহমান, মুহতামিম, জামিয়া আরাবিয়া মাখযানুল উলুম, ময়মনসিংহ।

কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম. এস. মাসুদ ও প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি মো. আজহারুল ইসলাম খাঁন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ মিজানুর রহমান ও মুহাম্মদ হাসিবুল ইসলাম।

সভাপতির বক্তব্যে মাওলানা শফিকুল ইসলাম বলেন, মানবতার সেবা করা আমাদের দ্বীনের অংশ। রক্তের মাধ্যমে জীবন বাঁচানো কেবল সেবামূলক উদ্যোগ নয়, এটি ইসলামী আদর্শের প্রতিফলন।

প্রধান অতিথি জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ক্বওমী ব্লাড ডোনার পরিষদ একটি মানবিক আন্দোলন। সংকট মুহূর্তে জীবন বাঁচাতে যাঁরা নিরলসভাবে কাজ করছেন, তাঁরা সমাজের প্রকৃত নায়ক। প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগকে সহযোগিতা করা হবে।

বিশেষ অতিথি ওসি শিবিরুল ইসলাম বলেন, মানবসেবায় এ সংগঠন এক উজ্জ্বল দৃষ্টান্ত। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় এ ধরনের উদ্যোগের পাশে থাকবে।

অন্য বিশেষ অতিথি মুহতামিম মুহাম্মদ বিন আব্দুর রহমান বলেন, রক্তদান আত্মত্যাগ ও মানবতার প্রতীক। সংগঠনটি ইসলামের শিক্ষা বাস্তবায়নের এক অনন্য দৃষ্টান্ত।

সংগঠনের সভাপতি এম. এস. মাসুদ বলেন, কয়েকজন তরুণের স্বপ্ন থেকে যাত্রা শুরু হলেও আজ সারাদেশে হাজারো মানুষকে রক্তদানের মাধ্যমে আমরা জীবন বাঁচাতে পেরেছি। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও এই কার্যক্রম ছড়িয়ে দিতে চাই।

বক্তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদ ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে মানবতার সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *