বাঁশখালী (চটগ্রাম) সংবাদদাতাঃ বাঁশখালী গণ্ডামারায় নির্মাণাধীন কয়লা বিদ্যুৎকেন্দ্রে জি কিন কুংওয়েন (৪৮) নামে এক চীনা শ্রমিক গত বুধবার (১১ আগস্ট) সকালে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ওইদিন তাকে অনেক খোঁজাখুঁজি করার পরও পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে নিখোঁজ ওই চীনা শ্রমিকের লাশ উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ।
এদিন সকাল সাড়ে ৭টার দিকে কয়লাবিদ্যুৎ প্রকল্পের দক্ষিণাংশে একটি জলাশয়ে তাঁর লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানা পুলিশ সেকেন্ড অফিসার আকতার হোসেন।