এম,এ মান্নান, লাকসাম(কুমিল্লা)প্রতিনিধি
লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ২৭ জুলাই সোমবার বিকালে পৌরসভার সাতবাড়ীয়া খন্দকার বাড়ীর অটোরিকশা চালক জসিম মিয়ার একটি বসতঘরে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন হয়ছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের স্বজনরা দাবি করেন।
ক্ষতিগ্রস্থ অটোরিকশা চালক জসিম মিয়ার স্ত্রী রুমা আক্তার বলেন, বিকালে দুই সন্তান নিয়ে পাশের বাড়ীর পাশে যাই এসে দেখি আমার বাড়ীতে আগুন। মুহুর্তের মধ্যে আগুনের বসতঘর পুড়ে ছাই কিছুই পেলামনা সব শেষ হয়ে গেছে ।
বসতগৃহে থাকা টিভি, ফ্রিজ, মোবাইল, নগদ টাকাসহ ঘরের থাকায় সকল মালামালসহ প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এখন পরিবার নিয়ে কোথায় থাকবো।
স্থানীয় ও প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, পৌরসভার ৯ নং ওয়ার্ডে সাত বাড়িয়া গ্রামের খন্দকার বাড়ীর আনুমিয়ার ছেলে অটোরিকশা চালক জসিম মিয়ার বসতঘরে সোমবার বিকালে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পরে। স্হানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অগ্নিকাণ্ডে একটি বসত ঘর পুড়ে যায়।খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতথ্য নিশ্চিত করেন লাকসাম
ফায়ার সার্ভিস।