বরুড়া থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা বিদেশি মদ উদ্ধার

আইন-অপরাধ কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার বরুড়া উপজেলা পৌরসদরের পাঠান পাড়া ভুইয়া বাড়ি থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকার বিদেশি মদ উদ্ধার আসামি জুনায়েদ ভূঁইয়া পলাতক। গত ১৫ এপ্রিল দুপুর অনুমান ২ টা ১৫ মিনিটে বরুড়ার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়েছ, উক্ত অভিযানে বরুড়া পৌরসভার পাঠান পাড়া ভূঁইয়া বাড়ি অধিবাসী, পলাতক আসামী জুনায়েদ ভূইয়া (৪০), পিতা-মৃত নুরুল আমিন ভূইয়ার নিজ বাড়ির একটি টিনশেড ঘরের দক্ষিণ পাশের কক্ষ হইতে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্যের ৩৫ (পয়ত্রিশ) বোতল বিদেশী মদ (হুইস্কি) উদ্ধার হয়েছে পুলিশ । উদ্ধারকৃত মদ জব্দে পলাতক আসামি জুনায়েদ ভূঁইয়ার বিরুদ্ধে বরুড়া থানায়-১৫/০৪/২০২২ ইং তারিখে একটি ২০১৮ সালের ধারা মোতাবেক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬(১) এর ২৪(খ) মামলা রুজু করা হয়েছে। এই ব্যপারে বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন, পলাতক আসামী জুনায়েদ ভঁইয়াকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। বরুড়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবী লীগর সাধারণ সম্পাদক গাজী বিল্লাল হোসেন বিল্লাল ও ১ নং জয়েন সেক্রেটারি ওমর ফারুক মোল্লা বলেন, বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি, যারা এমন মাদক সিন্ডিকেট এর সদস্যদের বরুড়া পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কমিটির নেতা বানিয়েছেন, তাদের সকল এর সাংগঠনিক বিচার দাবি করছি। বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ গত দুই বছর,যাবত জনগণের দুখে সুখে পাশে থেকে, এবং করোনা কালীন সময়ে মানবিক সেবা দিয়ে যে সুনাম অর্জন করেছে, তা বিনষ্ট করার জন্য আজকে যারা মাদক ব্যবসায়ীর হাতে সংগঠন তুলে দিয়েছে অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান যানাচ্ছি৷


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.