বরুড়া সংবাদদাতাঃ কুমিল্লা বরুড়ায় লিটন মজুমদার নামে এক সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, হুমকি, হামলার অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় ভুক্তভোগী লিটন মজুমদার বরুড়া থানায় অভিযোগ দায়ের করেন৷
থানার অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায় কুমিল্লা জেলার বরুড়ায় গত ২২ই মে ২২ইং বরুড়া থানা হইতে অনুমান ৫০ গজ দূরে অবস্থিত আব্দুল খালেক প্রকাশে মোস্তফার বাপ এর চায়ের দোকানে দুপুর অনুমান ১:০৯ ঘটিকার সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ পাবলিক টিভির সাংবাদিক পরিচয় দানকারী মো: মহিবল্লাহ বাবুল, পূর্ব পরিকল্পিত ভাবে অজ্ঞাতনামা ২০-২৫ জন ভাড়াটিয়া সহ আমাকে জিম্মী করিয়া আমার অগোচরে বিভিন্ন বিষয়াদী গোপন ভিডিও ধারন করে এবং তাহার সাথে থাকা মিঠু মজুমদার নামে ব্যক্তি সহ অতর্কিত আমাকে মার ধর করে। পরে আমি বরুড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কথিত সাংবাদিক মো: মহিবুল্লাহ বাবুল ও মিঠু মজুমদার নামে ২ জনকে বিবাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করি। পরবর্তী বরুড়া থানার তদন্ত কর্মকর্তা এস.আই নাসির উদ্দীন ঘটনাস্থল তদন্ত করেন এবং ঘটনার সার্বিক বিষয়ে অবগত হন। এরপর কথিত সাংবাদিক মো: মহিবুল্লাহ বাবুল ও মিঠু মজুমদার তাদের মোবাইল ফোনে ধারনকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।
এই বিষয়ে আমি অবগত হওয়ার পর বরুড়া থানায় আই.সি.টি আইন ও মান হানির অভিযোগ করার জন্য গেলে বরুড়া থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার অভিযোগ গ্রহন না করে বিজ্ঞ আদালতের আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেন।
সাংবাদিক লিটন আরো বলেন, আমি সাংবাদিক পরিচয় দানকারী মহিবুল্লাহ বাবুল সর্স্পকে খোজ খবর নিয়ে জানতে পারি, সে পূর্বে একজন চা দোকানদার ছিল। পরবর্তীতে সাংবাদিকের কার্ড নিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়।
তিনি জানান, বাবুল সর্ম্পকে বলতে গিয়ে বরুড়া বাজারের ব্যবসায়ী মোঃ মাসুদুর রহমান বলেন, এর আগেও বর্তমানে বরুড়া কলেজ রোডস্থ হুমায়ুক কবিরের ভাড়াটিয়া, তাহার বিরুদ্ধে মটরসাইকেল চুরি ও ৫০ হাজার টাকা চাদা দাবি করার অভিযোগে বরুড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন৷ যাহার এজ.ডি নম্বর- ৫০৭ তারিখ: ২৪শে মার্চ ২০২২ইং।
লিটন বলেন, এই কথিত সাংবাদিকের বিরুদ্ধে মো: মাসুদুর রহমান কয়েক দফা সাংবাদিক সম্মেলন করেন যা একাধিক পত্রিকায় প্রকাশিত হয়। এ ছাড়াও বাংলাদেশ বি.এন.জে.এফ সংগঠন থেকে তাকে বহিষ্কারসহ কথিত সাংবাদিক মহিবুল্লাহ বাবুলের বিরুদ্ধে নারায়নগঞ্জ সদর থানায় একটি অভিযোগ রয়েছে বলে জানা যায়।
সাংবাদিক লিটন আরো বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ ও অপকর্মের কিছু রেকর্ড সংরক্ষিত আছে আমার কাছে৷
আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে, বিচারের অপেক্ষায় আছি৷