মোঃ রেদওয়ানুর হক শুভ, ববি প্রতিনিধিঃ
শুক্রবার (১ জুলাই) বরিশাল বিশ্ববিদ্যালয় রোটারি ক্লাবের নতুন কমিটি (২০২২-২৩) প্রকাশিত হয়।
রোটারি ক্লাবের নবনিযুক্ত সভাপতি সাজিদুল মুঈন, আইন বিভাগের (২০১৭-১৮) এবং নবনিযুক্ত সাধারণ সম্পাদক প্রাঞ্জল দত্ত, আইন বিভাগের (২০১৭-১৮) শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রোটারি ক্লাবের নেতৃত্বে আরো আছেন- সহসভাপতি মোঃআব্দুর রাজ্জাক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, কোষাধ্যক্ষ উম্মে হানি মিলা, সার্জেন্ট এট আরমস আইনুন নাহার, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর তাহরীনা আফরিন, ক্লাব সার্ভিস ডিরেক্টর কে. এম ইমতিয়াজ আহমেদ সহ অনেকে।
নবনিযুক্ত সভাপতি সাজিদুল মুঈন বলেন, রোটারি ক্লাব এ নেতৃত্বের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নিজ ব্যাক্তিত্ব বিকাশে ও তরুন-তরুণীদের মধ্যে জ্ঞান ও কর্ম দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করার চেষ্টা করবো, তাদের জনগোষ্ঠীর বাস্তব ও সামাজিক চাহিদার প্রতি মনযোগী করা এবং বন্ধুত্ব ও সেবার সাংগঠনিক কাঠামোর মাধ্যমে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমগ্র বিশ্বের সকল মানুষের মধ্যে উন্নততর সম্পর্ক গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করবো।
রোটারি ক্লাবের সর্বত্র উন্নতি কামনা করি ও সর্বোপরি কাজ করে যাবো।
রোটারি ক্লাবের সাধারণ সম্পাদক প্রাঞ্জল দত্ত বলেন, সংগঠনের ডিরেক্টর বডির সব সদস্য মিলে বরিশাল বিশ্ববিদ্যালয় তথা সব জায়গায় আমরা রোটারি ক্লাবের সকল ধরনের সুবিধা শিক্ষার্থীদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো।
সংগঠনটি বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। তারমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বৃক্ষ রোপন, ইদ ও ইফতার সামগ্রী বিতরণ, বিভিন্ন দিবসে বিভিন্ন স্কুলে প্রোগ্রাম আয়োজন, করোনার সময় মাস্কসহ, সংশ্লিষ্ট বিষয় ডিস্ট্রিবিউশন সহ নানান ধরনের প্রোগ্রাম।
বরিশাল জোনে মোট ৬ টি রোটারি ক্লাব আছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়, রুপাতলি, পটুয়াখালী, কুয়াকাটা, মিডটাউন ও বরিশাল ক্লাব।