বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বরিশাল শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

মোঃ রেদওয়ানুর হক শুভ, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) তে জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হলো ভোক্তা -অধিকার সংরক্ষণ আইন,২০০৯ বিষয়ক সেমিনার।

আজ ১৩ জুন,২০২২( সোমবার) সকাল ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স কমপ্লেক্স এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন। প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, ট্রেজারার বরিশাল বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট হিরণ কুমার দাশ, ভারপ্রাপ্ত সভাপতি কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। প্রোগ্রামে সভাপতিত্ব করেছেন, জনাব মোহাম্মদ সেলিম- উপপরিচালক, জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তর,বরিশাল বিভাগীয় কার্যালয়।
প্রোগ্রামে ভোক্তা অধিকার বিরোধী কার্য অপরাধ ও দন্ড, ভোক্তার মৌলিক চাহিদা, অভিযোগের ফৌজদারি প্রতিকার, বরিশাল বিভাগীয় কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। সেমিনারে প্রধান অতিথি বলেন, সেমিনারে উপস্থিত প্রত্যেক ব্যক্তিই প্রতিনিধি, সবাইকে সচেতন করতে আপনাদের সবাইকে উদ্যোগ গ্রহণ করতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণে সামাজিক আন্দোলনের মাধ্যমে এই সুশীল সমাজ পরিবর্তন করা ও বেগবান করা সম্ভব।

সেমিনারে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী। উপস্থিত সকলের সহযোগিতায় সেমিনারটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.