বরগুনায় প্রবল বর্ষনে জনজীবন চরম ভোগান্তিতে

আরো
শেয়ার করুন...

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনায় প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকেই মুষল ধারে বৃষ্টি আকাশ মেঘাচ্ছন্ন। প্রকৃতি অন্ধকারাছন্ন রূপ ধারণ করে রয়েছে স্তব্দ জনজীবন।

গত দুই দিন থেকেই এ অঞ্চলে হালকা বৃষ্টি শুরু হয়, মঙ্গলবার সকাল থেকে প্রবল বর্ষণ হচ্ছে। ফলে বিপাকে রয়েছেন জেলে, শ্রমজীবী, দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষেরা। এছাড়া পায়রা ও বিষখালী নদীর পানি বেড়ে যাওয়ায় নদীর তীরবর্তী এলাকা নিম্ন অঞ্চল পানির নিচে তলিয়ে মানুষ আতংকে রয়েছেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গরু, ছাগল, হাস, মুরগি সহ গবাদিপশুর খাবার নিয়ে পরছে বিপাকে।

গতকাল মঙ্গলবার সকাল সারাদিন ও রাতভর বৃষ্টি হয়েছে। নিন্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে। আমন ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

অতি প্রয়োজন ছাড়া সড়কগুলোতে মানুষের তেমন চলাচল করতে দেখা যায়নি। প্রবল বর্ষণে গ্রামের সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।
রাস্তায় দেখা যায় না যানবাহনের তেমন ভিড়, মাঝে মধ্যে দুই একটা দেখা গেলও রয়েছে যাত্রী সংকট, নেই বাজার ঘাটেও লোকজনের আনা গোনা। জনমানবহীন হয়ে পড়েছে। দোকানীরা দোকান খুলে বসে থাকলেও রয়েছে ক্রেতার সংকট।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.