বরগুনায় কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উদযাপিত

আইন-অপরাধ আরো পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
‘পুলিশ-জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় বরগুনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বরগুনা শহর প্রদক্ষিণ করে পুলিশ লাইন্স গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে বরগুনা পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপার আবদুস ছালাম এর সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

বরগুনা কমিউনিটি পুলিশের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব দাস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম বরগুনা পৌর মেয়র কামরুল আহসান মহারাজ, সাবেক মেয়র এডভোকেট শাহজাহান মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, বরগুনা পৌরসভা প্যানেল মেয়র রইসুল আলম রিপন, আমতলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, কেওড়াবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান নশা প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম মাধ্যম হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করছে। পুলিশের কাজে সহযোগিতা ও অপরাধ সচেতনতা তৈরিতে বাল্য বিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী নির্যাতন, শিশু নির্যাতন, যৌতুক নিরোধ ও সামাজিক মূল্যবোধ সৃষ্টিসহ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোকপাত করেন।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.