মো: রেদওয়ানুর হক শুভ, ববি প্রতিনিধি:
বুধবার বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)তে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর ১২০৫ নং রুমে সকাল ১১ টা থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করার পর, কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে মূল কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত বিভাগের চেয়ারম্যান, সহযোগী, সহকারী অধ্যাপক সহ সকল শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সিনথিয়া রশিদ ও ৭ম ব্যাচের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত শাওন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উক্ত বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক শাহাদাৎ হোসেন, প্রতিষ্ঠা কালীন চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ইব্রাহিম মোল্লা, সহকারী অধ্যাপক রাবেয়া সুলতানা লতা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
নবাগত জুনিয়রদের অনুপ্রাণিত ও উৎসাহিত করে মতামত প্রকাশ করেন ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো: তাহির হোসেন।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভিপি মো: আমিনুল ইসলাম সানি ও জিএস মো আল মাউজ আলম এর নেতৃত্বে প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন হয়।
২০২১-২২ সেশনের শিক্ষার্থীরা উক্ত বিভাগে ৯ম ব্যাচ ও বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচ হিসেবে পরিচিতি লাভ করে।