বড়াইগ্রামে মাছ ধরা নিয়ে সংঘর্ষে, আহত ১৭

আইন-অপরাধ আরো পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি।
নাটোরের বড়াইগ্রামে দুই শিশুর মাছ ধরাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে সংঘর্ষে নারীসহ ১৭ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা মৎস্যজীবীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার বিকেলে চামটা মৎস্যজীবীপাড়া গ্রামের লাল চাঁদ মিয়ার মেয়ে আছিয়া খাতুন (৬) ও নদী খাতুনের (১২) মধ্যে মাছ ধরা নিয়ে দ্বন্দ্ব হয়। পরে আছিয়ার মা নাসিমা বেগম নদীকে বকাবকি করে। কিন্তু নদী বাড়িতে গিয়ে বলে তাকে মারপিট করা হয়েছে। বুধবার সকালে নাসিমা বেগম বাজারে যাওয়ার সময় নদীর বাবা মতিন খাঁ ও তাঁর লোকজন তাঁকে মারপিট করে। তাঁকে উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাধে।
আহতরা হলেন সেলিম হোসেন (৩২), রেহেনা বেগম (৪০), অফলা বেগম (২৫), শরী খাতুন (৬৫), নাসির হোসেন (২৭), সবের আলী (৩৫), বীরেন প্রামাণিক (৬০), জহুরা বেগম (৫৫), ফজলু প্রামাণিক (৩৫), নাসিমা বেগম (২৫), সোনা খাতুন (৫৫), শুক চাঁদ মিয়া (৪০), মতিন খাঁ (৩০), রফিকুল ইসলাম (২০), শাকিল হোসেন (২৬), নার্গিস বেগম (৩০) ও রাইদুল হোসেন (১৭) আরও অনেকেই।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ওই এলাকা পরিদর্শন করেছে। অভিযোগপ্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.