মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়া শেরপুরের প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজের এসএসসি ২০২৫ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ৬ এপ্রিল রোববার বেলা ১১ টায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কোরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আবুল হাসনাত, সাংবাদিক নাহিদ হাসান রবিন। সহকারী শিক্ষক রিদুওয়ানুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের পরিচালক শামসুজ্জামান শাহীন, সহকারী পরিচালক রুবেল রানা, ফারুক ফয়সাল, সহকারী প্রধান শিক্ষক শাহীন তোতা, শিক্ষক হেলালুজ্জামান, নুরনবী শাকিব, আজমল হোসাইন প্রমূখ। এছাড়াও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মাহজাবিন তাসকিন সারা, সাদিকুল ইসলাম, নিশিতা বারী বৃষ্টি ও সৌমিক অধিকারী। অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
