
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন আমি পরিবর্তিত পরিস্থিতিতে, গত ৮ মাস ধরে, শেরপুর থানা পুলিশকে শেরপুরবাসীর জন্য সেবামুখী করার চেষ্টা করেছি, কতটুকু সফল হয়েছি ,জানিনা।
তবে এতোটুকু বলতে পারি, শেরপুরবাসীর ঐকান্তিক সহযোগিতা পেয়েছি, তার সাথে সাথে শেরপুর থানায় কর্মরত সকল সহকর্মীদের সহযোগিতা পেয়েছি। ভালো থাকবেন সবাই, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে পরিবার-পরিজন নিয়ে ভাল থাকি এবং ভবিষ্যৎ কর্মস্থল ,অফিসার ইনচার্জ, শাহজাহানপুর থানা, বগুড়া হিসেবে শাজাহানপুর থানার এলাকাবাসীর পক্ষে সফলতার সাথে কাজ করে যেতে পারি। শেরপুরবাসীর জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। এসময় বগুড়া শেরপুর সার্কেল এর অতিরিক্ত সুপার সজিব শাহরিন স্যারসহ গণমান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।