মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
সৎ যোগ্য , খোদা ভীরু ও দক্ষ জনশক্তি ছাড়া একটি পুনাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় এজন্য আমাদের প্রচুর পরিমাণে অধ্যায়ন করে জ্ঞান অর্জন করতে হবে ।গত (২৮ ডিসেম্বর) শনিবার সকাল নয়টা থেকে হামছায়াপুর দলীয় কার্যালয়ে দিনব্যাপী এক কর্মী শিক্ষা বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে একথা গুলো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ দবিবুর রহমান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আবদুল্লাহ আল মোস্তাফিধ নাসিম এর সঞ্চালনায় উক্ত শিক্ষা বৈঠকে দারসুল কুরআন পেশ করেন উপজেলা জামায়াতের এ্যসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মোঃ আনিছুর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ মানছুরুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা মোঃ নাজমুল হক, অফিস সেক্রেটারী অধ্যক্ষ আব্দুল মান্নান শেখ,আইন বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল হক, বায়তুল মাল সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, প্রচার সেক্রেটারী মোঃ ইফতেখার আলম, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা মোঃ জালাল উদ্দিন শরিয়তপুরী, মোঃ শফিকুর রহমান, আঃ খালেক, বজলুর রহমান প্রমুখ।
দিনব্যাপী এই শিক্ষা বৈঠকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।