বগুড়া শেরপুর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

আরো পরিবেশ রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
(১৪ ডিসেম্বর) শনিবার সকাল ৯ ঘটিকা হতে হামছায়াপুর উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক আবদুল্লাহ আল মোস্তাফিধ নাসিম এর সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাওলানা মোঃ দবিবুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হক।
উক্ত সম্মেলনে উপজেলা আমীর সমসাময়িক নানা বিষয়ে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ মানছুরুর রহমান দারসুল কুরআনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রুকনগন হলেন এ সমাজের একজন দ্বায়ী, পরিচ্ছন্ন মন মানসিকতা নিয়ে উত্তম আখলাক গঠন করে নিজেদের জান মালের বিনিময়ে হলেও দেশ ও জাতির কল্যাণে কুরআন সুন্নাহ ভিত্তিক একটি ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য আমাদের কাজ করতে হবে, আমাদের সাবেক দায়িত্বশীল নেতৃবৃন্দকে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করা হয়েছে তারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি সুতরাং দ্বীন প্রতিষ্ঠাই হবে তাদের রক্তের বদলা নেয়া । উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক মোঃ নাজিমুদ্দিন, বগুড়া জেলা নায়েবে আমির মাওলানা মোঃ আব্দুল হাকিম, জেলা শুরা সদস্য এ্যাডভোকেট আবদুল হালিম, শেরপুর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা মোঃ নাজমুল হক প্রমুখ।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.