মিন্টু ইসলাম শেরপুর (বগুড়া) থেকেঃ বগুড়া শেরপুর পৌরসভার শেরপুর বারদুয়ারী হাটখোলার মধ্যে শ্রী রনি চন্দ্রের চা স্টলের টিউবওয়েল এর ভিতর বিষ মিশিয়েছেন কে বা কাহারা? বিষ মিশিয়ে দেওয়ার খবরে হাটখোলার ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। বিষ মিশিয়েছে কে? এব্যাপারে চা স্টলের মালিক রনি চন্দ্রের কাছে জানতে চাইলে তিনি বলেন গত বৃহস্পতিবার টিউবওয়েল নস্ট হয়েছে এজন্য আজ ২২ মে রোজ রবিবার সকাল সাড়ে নয়টায় টিউবওয়েল মিস্ত্রি হাফিজার ও আমি টিউবওয়েল ঠিক করতে এসে খুলে দেখি বিষের গন্ধ এবং বিষ এতো বেশি দিয়েছে যে টিউবওয়েলে ঘোলা পানি বের হচ্ছে। পরে বিষয়টি হাটখোলার আশেপাশের ব্যবসায়ীদের জানাই। তিনি আরও বলেন আমি সাত বছর হলো চায়ের দোকানদারী করি আমি গরিব মানুষ চা বিক্রি করে খাই আমার সাথে এতো শত্রুতা কে করলো জানতে চাই।
হাটখোলার গার্মেন্টস দোকান ব্যবসায়ী সাব্বির বলেন টিউবওয়েলএ বিষ দিয়েছে এটা খুব খারাপ করেছে যে করেছে। রনি চন্দ্র সরকার শেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ সাহাপাড়ার বাসিন্দা শ্রী রবিন চন্দ্র সরকারের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শেরপুর থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।