মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরের মাথাইল চাপর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে সাংবাদিক আরিফুজ্জামান হীরার উপর হামলা চালিয়েছে উজ্জল হোসেন নামের এক ব্যাক্তি। এমনকি ৬ এপ্রিল রোববার সকালে সাংবাদিকের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের ধর্ষণের হুমকীও দিয়েছেন তিনি। এ ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।
জানা যায়, শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে দৈনিক জবাবদিহি পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি আরিফুজ্জামান হিরার সাথে একই গ্রামের উজ্জল হোসেনের টাকা লেনদেন নিয়ে বিরোধ সৃস্টি হয়। এরই প্রেক্ষিতে গত ৩ এপ্রিল সাংবাদিক হীরা মাথাইলচাপর বাজারে গেলে উজ্জলের কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিক হীরাকে কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। এই ঘটনায় উজ্জলের পরিবারের কাছে বিচার চাইলে ৬ এপ্রিল রোববার সকালে উজ্জল রেগে গিয়ে সাংবাদিক হীরার বাড়ির গেটে এলোপাথারী লাথি ও লাঠি দিয়ে পেটাতে থাকে এবং তার পরিবারের মহিলা সদস্যদের যেখানেই পাবে সেখানেই ধর্ষণ করবে বলে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ওইদিন দুপুরে সাংবাদিক হীরা বাদি হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ প্রসঙ্গে ভুক্তভোগী সাংবাদিক আরিফুজ্জামান হীরা বলেন, মাদক বিক্রেতা ও সেবনকারী উজ্জল আমার কাছ থেকে প্রায় ১ বছর আগে কিছু টাকা দিয়েছিল। সেই টাকা গত ৬ মাস আগে আমি দিয়ে দিয়েছি। অথচ নেশার ঘোরে সব সময় সে আমার কাছে টাকা চায়। আমি টাকা দিয়েছি বললে সে আমাকে মারধর করে।
এ ব্যাপারে উজ্জল হোসেন বলেন, আমার উপর সাংবাদিক হীরা যে অভিযোগ দিয়েছেন তা সম্পন্ন মিথ্যা ও বানোয়াট।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
