মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ বরিবার সকাল ১০ টায় বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, শিশুদের নিয়ে বেলুন উৎসব এবং উপজেলা পরিষদ হলরুমে আলোচনা ও দোয়া মাহফিল করা হয়। উক্ত আলোচনা সভায় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুমন জিহাদীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আলহাজ্ব গোলাম ফারুক, সহ সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারি ডাবলু, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ওবায়দুর রহমান, শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. ওবায়দুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. ছামসুন্নাহার শিউলী, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর পাল, সাংবাদিক রাশেদুল হক, নাহিদ আল মালেকসহ অন্যান্য প্রমূখ। আলোচনা ও দোয়া মাহফিল শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে ৪ জন কে ১ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এছাড়াও স্কুল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা ব্ঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেন।